ভিশন :
বর্তমান গণতান্ত্রিক সরকার ঘোষিত ‘‘ রম্নপকল্প - ২০২১ অনুসরণে তথ্য প্রযুক্তি প্রসার ঘটিয়ে জাতির জনকের স্বপনের সোনার বাংলা গড়ার দৃপ্ত শপত নিয়ে লালমোহন উপজেলার আনসার ভিডিপি সংগঠনকে সাংগঠনিক ভাবে সংগঠিত করার প্রায়াসে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া ।
মিশন :
তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়ে লালমোহন উপজেলার বর্তমানে ৯০ টি ভিডিপি পুরম্নষ পস্নাটুন, ৯০টি ভিডিপি মহিলা পস্নাটুন ৯টি আনসার পস্নাটুন ১টি মহিলা আনসার পস্নাটুন এবং ১০০ জনের আনসারের কোম্পানির জন বলকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাটবেইজ তৈয়ার ও কম্পিউটারাইজড করে সকল সদস্য ও সদস্যাদের কে আতম - কর্মশীল করে গড়ে তোলা, সেই সাথে সংগঠনের সংগঠনিক প্রশিক্ষন নিতীমালা অনুযায়ী হাতে কলমে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে প্রশিক্ষিত সদস্য ও সদস্যা গড়ে তোলা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS